পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Hyderabad Rain : রাতে আচমকা বৃষ্টিতে ডুবল হায়দরাবাদ, নালার জলের স্রোতে তলিয়ে গেলেন 2 জন - হায়দরাবাদে ভারী বৃষ্টি

By

Published : Oct 9, 2021, 8:08 AM IST

শুক্রবার রাতে ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় ৷ নিচু জায়গা-সহ বিভিন্ন জায়গার নালাগুলি উপচে পড়ে জলের স্রোত বইতে থাকে রাস্তায় ৷ বিশেষত বনস্থলীপুরম ও কুকাটপল্লির অবস্থা ভয়াবহ রূপ নেয় ৷ বনস্থলীপুরমে নালার স্রোতে তলিয়ে যান 2 জন, জানিয়েছেন বনস্থলীপুরমের এসিপি কে পুরুষোত্তম ৷ তাঁদের খোঁজ শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details