বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই - রেড অ্যালার্ট জারি
এক টানা তুমুল বর্ষণের ফলে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ শুধু মুম্বই নয়, আশপাশের বেশ কয়েকটি জেলাতেও একই পরিস্থিতি দেখা দিয়েছে ৷ মহারাষ্ট্রের অন্তত 26 টি জেলায় বন্য়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ বেশ কয়েকটি জেলায় এই কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার ও বুধবারের জন্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বই ও পাশাপাশি একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ একই সঙ্গে জরুরি পরিষেবা ছাড়া বাণিজ্যনগরীর সব অফিস বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। দুই কোটির লোকসংখ্যার শহর মুম্বই ৷ একটানা বৃষ্টির ফলে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে ৷ বেশ কয়েকটি এলাকার রেললাইন জলের তলায় ডুবে গেছে । ফলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যাতায়াতের জন্য চালু লোকাল ট্রেন আটকে পড়ে । থানে, রাইগড়, পুনে, ও রত্নগিরি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।