বিচার ব্যবস্থায় ক্ষমতা চাপিয়ে দিচ্ছে সরকার : রাহুল - Rahul Gandhi in Malappuram
বিচার ব্যবস্থার উপর নিজেদের ইচ্ছা ও ক্ষমতা চাপিয়ে দিচ্ছে দিল্লির সরকার । বিচার বিভাগ কী করবে আর কী করবে না তা তাদের নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না দিল্লির সরকার । এই প্রথম মনে হচ্ছে নির্বাচনে জেতা মানা হারা আর হারা মানে জেতা । কেরলের মলপ্পুরমে একটি চিকিৎসা কেন্দ্রে আলোচনা সভায় বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।