আরও তিন মাস প্রভিডেন্ট ফান্ডের ভার নেবে সরকার : অর্থমন্ত্রী - লকডাউন
লকডাউনের জেরে বিগত তিন মাস প্রভিডেন্ট ফান্ডের ভার নিয়েছিলেন কেন্দ্রীয় সরকার ৷ এবার জুন, জুলাই, আগষ্ট আরও তিন মাস বাড়ানো হল ৷ তাতে 2500 কোটি টাকার খাতে 72 লাখ 22 হাজার উপভোক্তা লাভবান হবেন ৷ জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷