গান্ধি হত্যায় ব্যবহৃত পিস্তলটি গোয়ালিয়র থেকে কিনেছিলেন নাথুরাম - gwalior
20 জানুয়ারি, 1948 । সেদিন প্রথমবার গান্ধিকে হত্যা করার চেষ্টা করেছিল নাথুরাম । কিন্তু ব্যর্থ হয় । তারপর সে চলে যায় গোয়ালিয়রে । সেখানে হিন্দু মহাসভার কয়েকজন নেতার সাহায্যে সে 500 টাকার বিনিময়ে একটি পিস্তল কেনে । সেখানেই পিস্তল চালানোর প্রশিক্ষণ নেয় নাথুরাম । প্রশিক্ষণ শেষ করে 29 জানুয়ারি দিল্লি পৌঁছায় নাথুরাম । পরদিনই গান্ধিকে কাছ থেকে তিনটি গুলি করে নাথুরাম । মৃত্যু হয় গান্ধির । শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ ।