ভুবনেশ্বরের বাতিল সামগ্রীর গোডাউনে আগুন - ভুবনেশ্বর
একটি বাতিল সামগ্রীর গোডাউনে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ভুবনেশ্বরের পাটিয়া-নন্দনকানন এলাকায় ৷ গোডাউনে পলিথিন ও রবার জাতীয় দ্রব্যাদি থাকায় আগুন দ্রত ছড়িয়ে পড়ে ৷ স্থানীয়রাই দমকলে খবর দেন৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷ আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷