পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রায়গঞ্জে রাস্তাতেও কৃষকদের ট্রাক্টর ব়্যালি - north dinajpur

By

Published : Jan 26, 2021, 7:44 PM IST

কৃষি আইন প্রত্যাহরের দাবিতে রায়গঞ্জে ট্রাক্টর মিছিল ৷ কৃষক সংগঠন অখিল ভারতীয় কিষান সংঘর্ষ মোর্চা এই মিছিল করে ৷ বারোদুয়ারি ও রূপাহার থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে কয়েকশো ট্র্যাক্টর দু'প্রান্ত থেকে এসে রায়গঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রম করে । পরে রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথসভা করে বাম ও কংগ্রেস কৃষক সংগঠন ৷

ABOUT THE AUTHOR

...view details