দিল্লি-লালকেল্লা দখল কৃষকদের, দিনভর তপ্ত রাজধানী দেখল মৃত্যুও - Red Fort
কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর রাস্তা ৷ লালকেল্লায় দেশের পতাকার পাশাপাশি উড়ল কৃষক আন্দোলনের পতাকাও ৷ পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানের গ্যাসের শেল ফাটানো দিনভর এমনই দৃশ্যের দেখা মিলল দিল্লিতে ৷ পুলিশের ওপর ইঁটবৃষ্টির অভিযোগ ওঠে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে ৷ অপরদিকে, ঘটনায় 2 বিক্ষোভকারী কৃষকের মৃত্যুর খবর সামনে এসেছে ৷