যশের তাণ্ডব ওড়িশার তালাচুয়ায় - যশের তাণ্ডব ওড়িশার তালাচুয়ায়
যশের তাণ্ডব ওড়িশার কেন্দ্রপাড়া জেলার তালাচুয়ায় । বঙ্গোপসাগরের জল ঢুকতে শুরু করেছে উপকূলবর্তী এলাকার লোকালয়ে । ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়েছে বাড়ির চালে । ইলেকট্রিকের তার ছিড়ে পড়ায় বিদ্যুৎহীন এলাকা ।