"কারও হাত, কারও পা পড়ে রেললাইনে, ঘাবড়ে গিয়েছিলাম খুব" - Maharashtra migrant labourers accident
ভোর তখন প্রায় পাঁচটা পনেরো । হঠাৎ ট্রেনের হর্নের আওয়াজ । ব্রেক কষার আওয়াজ । স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, "আমি হুড়মুড়িয়ে উঠি ঘুম থেকে । প্রথমটায় ঘাবড়ে গিয়েছিলাম । কিছু বুঝিনি । আমি উঠে আসতে আসতেই দেখি ট্রেনটা কিছুদূর এগিয়ে কিছুক্ষণ দাঁড়াল । তারপর আবার চলে গেল । আমি ভাবছিলাম এমন কী হল ! আমি গিয়ে দেখি লাইনের উপর কাটা পড়ে আছে 15-16 জন । কারও হাত, কারও পা পড়ে আছে । তখন তিনজন বেঁচে ছিল । আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে । ওঁরা বললেন জালনা থেকে আসছিলেন । মধ্যপ্রদেশ যাওয়ার কথা ছিল ।"
Last Updated : May 8, 2020, 1:07 PM IST