জওয়ানের মৃতদেহ কাঁধে জল পেরোলেন CRPF জওয়ানরা - ছত্তিশগড়
চারপাশ জলমগ্ন ৷ তার মাঝ দিয়ে এক ডিস্ট্রিক্ট রিজা়র্ভ গার্ড জওয়ানের দেহ কাঁধে করে নিয়ে গেলেন CRPF জওয়ানরা ৷ এই ছবি ধরা পড়ল ছত্তিশগড়ের সুকমায় ৷ জলমগ্ন এলাকায় শববাহী গাড়ি আটকে যাওয়ায় CRPF জওয়ানরা তাঁর দেহ কাঁধে করে নিয়ে যান বলে জানা যায় ৷