দেশে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 4 হাজার - coronavirus cases in India
দেশে কোরোনা সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে ৷ 31 জানুয়ারি কেরালায় দেশের প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায় ৷ আজ 25 মে ৷ দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 38 হাজার 845 ৷ মৃতের সংখ্যা 4 হাজার 21 ৷ একদিনে আক্রান্ত হয়েছে প্রায় সাত হাজার ৷