নাচের তালে কোরোনা সতর্কতা, অভিনব প্রচারে কেরালা পুলিশ - corona virus scare
দেশজুড়ে কোরোনায় আক্রান্ত শতাধিক । ইতিমধ্যে দিল্লি, মহারাষ্ট্র ও কর্নাটকে তিনজনের মৃত্যু হয়েছে । কেরালাতেও কোরোনায় আক্রান্ত একাধিক । সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য ও কেন্দ্রের তরফে । স্যানিটাইজ়ার ও মাস্কের ব্যবহার, বারবার হাত ধোয়ার পাশাপাশি ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । রাজ্যবাসীকে সচেতন করতে এবার অভিনব প্রচারে নামল কেরালা পুলিশ । নাচের তালে মানুষজনকে সচেতনতার বার্তা দিলেন পুলিশ কর্মীরা । দেখালেন কীভাবে হাত ধুতে হবে ?
Last Updated : Mar 18, 2020, 8:51 PM IST