অনাথ আশ্রমে মধ্যাহ্নভোজ রাহুলের - মধাহ্নভোজ
অনাথ শিশুদের সঙ্গে মধাহ্নভোজ সারলেন কংগ্রেস নেতা তথা সোনিয়া পুত্র রাহুল গান্ধি ৷ এদিন কেরালার কালপেট্টা অঞ্চলের জীবন জ্যোতি নামের একটি অনাথ আশ্রমে যান রাহুল ৷ সেখানকার কচিকাঁচাদের সঙ্গেই করলেন দুপুরের খাওয়াদাওয়া ৷ খাওয়ার সময় রাহুলের ফোন থেকে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলে শিশুরা ৷