পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কখনও পুশ-আপ, কখনও নৃত্য ; তামিলনাড়ুতে অন্য মেজাজে রাহুল - তামিলনাড়ুতে অন্য মেজাজে রাহুল গান্ধি

By

Published : Mar 1, 2021, 5:07 PM IST

আজ তামিলনাড়ুর মুলাগুমুদাবন-এ সেন্ট জোশেফ ম্যাট্রিকুলেশন হাই সেকেন্ডারি স্কুলে ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধি । সেখানে ছাত্র ছাত্রীদের গাওয়া গানে পা মেলান কংগ্রেস এই নেতা। কখনও হাতে হাত ধরে, আবার কখনও আকাশে হাত তুলে নৃত্যের তালে মাতেন তিনি । এরপর এক ছাত্রের সঙ্গে আইকিডো করতে দেখা যায় তাঁকে । সকলের অনুরোধে স্টেজের উপর এক ছাত্রীর সঙ্গে পুশ আপও করেন । তারপর নিজেই এক হাতে পুশ আপ করেন রাহুল । ছাত্র ছাত্রীদের উদ্দেশে নিজের ফিট থাকার রহস্য বলেন তিনি । তিনি প্রতিদিন কী খান কিংবা কীভাবে তিনি নিজেকে ফিট রেখেছেন সেই বিষয়েও বলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details