পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Chamoli Cloudburst : চামোলিতে ফের মেঘ ভাঙা বৃষ্টি, বিপর্যয়ের ছবি সর্বত্র - মেঘ ফেটে বৃষ্টি

By

Published : Sep 20, 2021, 10:41 AM IST

উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ হিমবাহ ধসের ঘটনার স্মৃতি এখনও টাটকা ৷ প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় ৷ সোমবার ফের প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ল চামোলি ৷ এলাকার নারায়ণগড় ব্লকের পংতি গ্রামে আজ সকালে মেঘ ভেঙে বৃষ্টি নামে ৷ এর ফলে পাহাড় থেকে প্রবল গতিতে নেমে আসা জল গ্রামটিকে তছনছ করে দেয় ৷ বাড়ি, ঝুপড়ি ভেঙে গৃহহীন হয়েছেন অনেকে ৷ তবে প্রাণহানির খবর নেই ৷

ABOUT THE AUTHOR

...view details