অমিত শাহর সঙ্গে আজ বৈঠক, দিল্লিতে রাজ্য বিজেপির নেতারা - bjp Meeting Delhi
আজ দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠক। রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা হবে এই বৈঠকে। অমিত শাহের সঙ্গে বঙ্গ বিজেপির এই বৈঠক হবে। এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। বিজেপির সূত্রে খবর, আজ সারাদিন ধরে চলবে ম্যারাথন বৈঠক। এই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপির সাধারণ সম্পাদক(সংগঠন) বিএল সন্তোষ উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রে খবর। দিল্লি যাওয়ার আগে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, " এটা আমাদের পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে জন্যই আজ দিল্লি যাচ্ছি।"