পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

শিশুর সঙ্গে কুকুরের বিয়ে ওড়িশায়! - খারাপ শক্তি থেকে বাঁচাতে শিশুর সঙ্গে কুকুরের বিয়ে

By

Published : Feb 23, 2020, 11:35 PM IST

খারাপ শক্তির থেকে সন্তানকে বাঁচাতে কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হল ৷ এমনই কুসংস্কারে বিশ্বাসী ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বরিয়া গ্রামের বাসিন্দারা ৷ ওই গ্রামে শিশুদের বরের বেশে সাজানো হয় এবং কুকুরের সঙ্গে বিয়ের আগে গোটা গ্রাম ঘোরানো হয় ৷ এই গ্রামে এক দিনে প্রায় তিনটি এই ধরনের বিয়ে দেওয়া হয় ৷ শুধু বিয়েই নয়, সঙ্গে চলে অনুষ্ঠান, নাচ-গান ৷ সুকুলি ব্লকের চেয়ারপার্সন নিজেও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন ৷ (বিশেষ দ্রষ্টব্য : ETV ভারত কোনও কুসংস্কারে বিশ্বাস করে না )

ABOUT THE AUTHOR

...view details