পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Street Dogs attack girl : চার বছরের শিশুকে ঘিরে ধরেছে এক দল কুকুর, তারপর... - Street Dogs Attacked a girl

By

Published : Jan 2, 2022, 12:03 PM IST

ভোপালের বাগসেওনিয়ার অঞ্জলি বিহার কলোনি থেকে সামনে এল মর্মান্তিক ঘটনা ৷ সাধারণত কুকুর আর মানুষের মধুর সম্পর্কের ছবিই বারবার সামনে আসে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে বছরের প্রথম দিনেই ভোপালের অঞ্জলি বিহার কলোনিতে কয়েকটি রাস্তার কুকুরের সামনে পড়ে প্রায় মৃত্যুর মুখে পড়তে হচ্ছিল 4 বছরের একটি শিশুকে ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, চার পাঁচটি কুকুর মিলে তাড়া করতে করতে ঘিরে ধরে একটি চার বছরের বাচ্চা মেয়েকে ৷ আঁচড়ানো, কামড়ানোও শুরু করেছিল তারা ৷ তবে সৌভাগ্যবশত সেসময় চলে আসেন এক যুবক ৷ কুকুরের দলটিকে তাড়িয়ে দিয়ে মেয়েটিকে উদ্ধার করেন তিনি (Bhopal Girl Attacked by Street Dogs) ৷

ABOUT THE AUTHOR

...view details