VIP-কে পথ দিতে সিগন্যালে আটকে অ্যাম্বুলেন্স - চেন্নাই
VIP আগে, সাধারণ মানুষ তারপরে! চেন্নাইতে চলছে এমনই নিয়ম ৷ VIP-র গাড়ি যাবে, তাই পথে আটকে থাকল অ্যাম্বুলেন্সও ৷ চেন্নাইয়ের আইল্যান্ড গ্রাউন্ডে সিগন্যাল পেরোচ্ছিল একটি অ্যাম্বুলেন্স ৷ এমন সময় এক VIP কনভয়ের ওই রাস্তা দিয়ে যাওয়ার খবর পেয়েই পুলিশের তরফ থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় কিছু সময়ের জন্য ৷ বাকি গাড়িগুলির সঙ্গে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটিও ৷ দেখুন ভিডিয়ো....