পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Air Force Rescue : নদীতে ভেসে যাওয়া 11 জন যাত্রীকে উদ্ধার বায়ুসেনার, দেখুন ভিডিয়ো - বায়ুসেনা

By

Published : Nov 19, 2021, 10:48 PM IST

অনন্তপুর জেলার ডিকে পল্লী মণ্ডল ভেলদুর্থিতে 2 জন যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি গাড়ি চিত্রাবতী নদীতে পড়ে যায় ৷ একটি জেসিবি সেই গাড়িটিকে উদ্ধারের জন্য গেলে জেসিবিটিও নদীতে ভেসে যেতে থাকে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করার সময় জেসিবিতে 11 জন লোক ছিল ৷ খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল সেই 11 জনকে উদ্ধারের চেষ্টা করে ৷ এরপর বায়ু সেনার হেলিকপ্টারের সাহায্যে 11 জনকে চিত্রাবতী নদী থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details