পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ফের আকাশে অভিনন্দন, MiG ওড়ালেন বায়ুসেনা প্রধানের সঙ্গে

By

Published : Sep 2, 2019, 3:48 PM IST

পাকিস্তানের হেপাজত থেকে দেশে ফেরার তিনদিনের মাথায় ককপিটে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । সেইসময় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া জানিয়েছিলেন, অভিনন্দনের ফিট হওয়ার খবর মিললেই ককপিটে ফিরতে পারবেন তিনি । দেশে ফেরার 6 মাস পর 22 অগাস্ট MiG-21 নিয়ে আকাশে উড়েছিলেন অভিনন্দন । আজ সকালে ফের বায়ুসেনার চিফ মার্শাল বি এস ধানোয়ার সঙ্গে MiG-২১ ওড়ালেন তিনি । 27 ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান বায়ুসেনা F-16 যুদ্ধবিমান । পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । যার মধ্যে একটি MiG-21 বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন । তিনি একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন । ওইসময় পাকিস্তান তাঁর বিমানটিকে গুলি করে ৷ অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন । এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন তিনি । সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় ।

ABOUT THE AUTHOR

...view details