SNANA YATRA : প্রথা মেনেই পুরীতে পালিত হল জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা - পুরী
চিরাচরিত প্রথা অনুযায়ী আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হল পুরীতে । সবরকম রীতি রেওয়াজ মেনে সম্পন্ন করা হয়েছে স্নানযাত্রা ৷ ওড়িশা সরকারের নির্ধারিত সমস্ত কোভিড বিধি নিষেধ মেনে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম । ভক্তদের ভিড় এড়াতে মন্দির চত্বরে জারি হয়েছিল 144 ধারা ৷ সরকারের নির্দেশানুসারে সেবায়েতরা ছাড়া আর কেউই প্রবেশ করতে পারেননি মন্দির চত্বরে ৷ যে সেবায়েতরা ছিলেন, তাঁদের সকলের কাছেই করোনা নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল ৷ তাছাড়া দু’টি ভ্যাকসিনের ডোজ সম্পন্ন হয়েছে এমন সেবায়েতদেরই প্রবেশাধিকার ছিল মন্দির চত্বরে ৷ নির্দেশ ছিল সকলকেই পরতে হবে মাস্ক ৷ তবে কিছু ক্ষেত্রে দেখা মিলেছে মাস্কবিহীন সেবায়েতের ৷ তবে এই স্নানযাত্রা দর্শন থেকে ভক্তরা যাতে বঞ্চিত না হন তাই তা সরাসরি সম্প্রচার করার ব্যবস্থা করেছিল পুরীর মন্দির ট্রাস্ট কমিটি ও প্রশাসন ।