নাড্ডার রোড শো-র পরদিন পথে যুব তৃণমূল - পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট
যুব তৃণমূলের পক্ষ থেকে মালদা শহরে আয়োজন করা হল 8 কিলোমিটার পর্যন্ত মোটরবাইক মিছিলসহ রোড শো । গতকালের রোড শোয়ে অংশ নেন বাংলা টেলিভিশনের চিত্রাভিনেত্রী রণিতা দাস সহ মালদা জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি সহ অন্য দলীয় নেতারা । শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোড শো হয়েছিল । তারই পালটা রোড শোয়ের আয়োজন করল যুব তৃণমূল নেতা-কর্মীরা ।