পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নারীদিবসে কুর্নিশ : সীমান্তে অতন্দ্রপ্রহরী মহিলা জওয়ানরা - শ্রীগঙ্গানগর সীমান্তে প্রায় 50 মহিলা জওয়ান

By

Published : Mar 8, 2021, 4:27 PM IST

Updated : Mar 8, 2021, 4:33 PM IST

যে কোনও ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে কোনও অংশেই কম নয় ৷ আর যখন দেশের সুরক্ষার কথা আসে, তখনও এগিয়ে আসতে দেখা যাচ্ছে নারীদের ৷ জীবনের ঝুঁকি নিয়ে মহিলা জওয়ানরা তাঁদের ভূমিকা পালন করে আসছে ৷ শ্রীগঙ্গানগর জেলার ভারত-পাক অন্তঃরাষ্ট্রীয় সীমা সংলগ্ন এলাকায় প্রায় সময় টহল দিতে দেখা যায় বিএসএফের মহিলা জওয়ানদের ৷ 210 কিমি লম্বা এই সীমান্তে প্রায় 50 জনের বেশি মহিলা জওয়ান মোতায়েন রয়েছেন ৷ অনেক সময় অনেক ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের বাধাও দিয়েছেন তাঁরা ৷ সংসার ছেড়ে, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোনও কিছুর তোয়াক্কা না করেই দেশের সুরক্ষার ঝাঁপিয়ে পড়েছে তাঁরা ৷ আজ নারী দিবসে দেশের এই সাহসী, বীরাঙ্গনা মেয়েদের কুর্নিশ ৷
Last Updated : Mar 8, 2021, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details