শব্দের থেকেও দ্রুত, তেজসের নয়া ক্যারিশ্মা দেখুন ! - তেজসের নয়া ক্যারিশ্মা দেখুন !
নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় ছোঁ মেরে আক্রমণ শানাতে পারে এই যুদ্ধবিমান । আজ হল তেজস জেটের প্রথম ল্যান্ডিং টেস্ট । মাত্র 2 সেকেন্ডে 244 কিমি প্রতি ঘণ্টা থেকে গতিবেগ কমিয়ে আনল 0-তে । লাইট কমবাট এয়ারক্রাফ্ট তেজস হল ভারতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান । তৈরি করেছে HAL (হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ) । শব্দের থেকে দ্রুতগামী এবং নিজস্ব মানের যুদ্ধবিমানগুলির মধ্যে পৃথিবীর সব থেকে হালকা যুদ্ধবিমান তেজস । দেখুন ভিডিয়ো...