পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

2 বছরে 229 বার, ইন্টারনেট বন্ধে শীর্ষে ভারত - দা স্টেট অফ ইন্টারনেট

By

Published : Dec 20, 2019, 9:54 PM IST

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চলছে ৷ হিংসা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ এর আগে অসম সহ উত্তর পূর্বের একাধিক জায়গায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল ৷ তবে শুধু CAA-র কারণেই নয়, আরও একাধিক ইশুতে দেশের নানা জায়গায় বিভিন্ন সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ দা স্টেট অফ ইন্টারনেট শাটডাউন - KFFPITON-এর রিপোর্ট অনুযায়ী, 2018 সালে বিশ্বজুড়ে 196বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে ৷ এর মধ্যে শুধু ভারতেই হয়েছে 134 বার ৷ ডিজিটাল ইন্ডিয়ার যুগে সত্যিই কি এতবার ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়া কাম্য ? উঠছে প্রশ্ন ৷

ABOUT THE AUTHOR

...view details