Baby Rhino rescued : 10 দিনের শিশু গন্ডারকে জলপ্লাবিত কাজিরাঙা থেকে উদ্ধার করল বন দফতর
বন্যায় জলপ্লাবিত অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান ৷ শুকনো জায়গার খোঁজে বনাঞ্চল থেকে বেরিয়ে আসছে হাতি, হরিণ, অন্য প্রাণীরা ৷ বন্যপ্রাণীদের কাজিরাঙার মধ্যে 37 নং জাতীয় সড়ক পারাপারের ছবি ধরা পড়ল ক্যামেরায় ৷ পাশাপাশি জলে আটকে পড়া 10 দিন বয়সের একটি গন্ডার শিশুকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা ৷ তার মায়ের খোঁজ মেলেনি ৷