Bengal Civic Polls 2022 : ভোট লুঠের অভিযোগে শান্তিপুরে পথ অবরোধ করে বিক্ষোভ বামেদের - CPIM Protest in Shantipur for Allegation of Rigging
শান্তিপুর পৌরসভার ভোটে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বামেরা (CPIM Protest in Shantipur for Allegation of Rigging) ৷ মঙ্গলবার রাতে শান্তিপুরের নেতাজি মোড়ে সমাবেশও করে বামেরা ৷ যেখানে সরাসরি পুলিশ প্রশাসনের মদতে শাসকদলের কর্মীরা ভোট লুঠ করেছে বলে অভিযোগ করেন বাম নেতারা ৷ শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিরুদ্ধে পৌরসভা এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে ভোট লুঠের অভিযোগ করা হয়েছে ৷ আর তাঁকে শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা মদত দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সিপিআইএম নেতা সৌমেন মাহাতো এবং সিপিআইয়ের অভিজিৎ চক্রবর্তী ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Bengal Civic Polls 2022