Bengal Civic polls 2022: 6 মাসের সন্তানকে কোলে নিয়ে প্রচারে গৃহবধূ বাম প্রার্থী - পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2022
শান্তিপুরের 11 নম্বর ওয়ার্ডে (Bengal Civic polls 2022) বাম গড় সামলানোর দায়িত্ব গিয়ে পড়েছে সদ্য মা হওয়া মৌমিতা মাহাত দাসের (Santipur CPIM candidate) উপর ৷ কোলে 6 মাসের সন্তানকে নিয়েই বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন এই গৃহবধূ (CPIM candidate campaigning with her 6 months) ৷ তৃণমূলের ঝড়ের মাঝেও একমাত্র বামপন্থী কাউন্সিলর সৌমেন মাহাত টানা তিনবার জয়লাভ করেন এই 11 নম্বর ওয়ার্ডে । এবারে ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায়, স্ত্রী মৌমিতাকে সেখান থেকে প্রার্থী করে নিজে পাশের 12 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন সৌমেন । শ্বশুরবাড়িতে এসেই রাজনীতিতে হাতেখড়ি হওয়া মৌমিতা জয়ের ব্যাপারে আশাবাদী ৷ তিনি বললেন, "শান্তিপুরে বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ সৌমেন মাহাত 12 নম্বর ওয়ার্ডে নিশ্চিত জয়লাভ করবেন ৷ তাঁর বহু পরিশ্রমের ফল 11 নম্বর ওয়ার্ডের জয়ের ধারা অব্যাহত রেখে উপহার হিসেবে এই ওয়ার্ডও তুলে দেব তাঁর হাতে । বামপন্থীদের আরেকটি ওয়ার্ড বৃদ্ধি হবে পরিবার থেকেই ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST