Municipal Corporation Elections 2022: শনিবার ভোটের নামে প্রহসন হয়েছে, মন্তব্য সুকান্তর - Municipal Corporation Elections 2022
শিলিগুড়ির পৌরভোট নিয়ে মোটের উপর সন্তুষ্ট হলেও, শনিবার বাকি তিন পৌরসভার (বিধাননগর, আসানসোল ও চন্দননগর) নির্বাচনে নিয়ে ক্ষোভ উগড়ে দিল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ রাজ্য নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের যে আশ্বাস দিয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে বলে এদিন মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumdar) ৷ তাঁর কথায়, "ভোটের নামে প্রহসন হয়েছে তিন পৌরসভার ভোটে ৷"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST