পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dol Utsav at Santipur : শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে মহাসমারোহে পালিত হল দোল - Basanta Utsav celebrated at Santipur Rashtriya Udyan

By

Published : Mar 18, 2022, 10:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব (Basanta Utsav celebrated at Santipur Rashtriya Udyan)৷ উৎসবে আমন্ত্রণ ছিল শান্তিপুরের সকল অধিবাসীর । এছাড়া শান্তিপুরের বাইরে প্রচুর মানুষও অংশগ্রহণ করেন শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানের এই রংয়ের উৎসবে। করোনার চোখ রাঙানিতে গত দু'বছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব। সব শিথিল হতেই এবছর ফের বসন্ত উৎসবে মেতে উঠল শান্তিপুরবাসী। সকাল থেকেই রাষ্ট্রীয় উদ্যান সেজে উঠেছিল নানান রংয়ের ফাগের ছোঁয়ায় ৷ সঙ্গে উপরি পাওনা বিভিন্ন ডান্স অ্যাকাডেমির খুদেদের নাচ ৷ বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। বলছে শান্তিপুরবাসী ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details