Bank Employees Demonstration: বনধে সামিল ব্য়াঙ্ককর্মীরা - Bank Employees Demonstration
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘণ্টার বনধে সামিল হলেন ব্য়াঙ্ককর্মীরা। সোমবার শ্যামবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা ব্যাঙ্কের দরজা বন্ধ করে বাইরে থেকে পোস্টার ঝুলিয়ে বিক্ষোভ করেন (Bank employees involved Strike)। বনধে মিশ্র প্রভাব পড়েছে শহরজুড়ে। এদিন সাতসকালে দক্ষিণ কলকাতার যাদবপুর 8B বাসস্ট্যান্ডের কাছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। সেই বচসায় ক্রমেই হাতাহাতিতে পরিণত হয়। এছাড়াও ধর্মতলা, চাঁদনি চক এলাকাতেও বামপন্থীরা মিছিল করেন। কিন্তু বনধে ট্রাফিক ব্যবস্থার ওপর কোনও প্রভাব পড়েনি। সপ্তাহে আর পাঁচটা দিনের মতো এদিনও ট্রাফিক ব্যবস্থা ছিল স্বাভাবিক।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST