Ballygunge By Poll 2022 : তৃণমূল প্রার্থীর পায়ের তলার মাটি সরে গিয়েছে, মন্তব্য সায়রা শাহ হালিমের - তৃণমূল প্রার্থীর পায়ের তলার মাটি সরে গিয়েছে
"তৃণমূল প্রার্থীর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে (Ballygunge By Poll 2022)। তাই নানা ধরনের অনিয়ম করে ভোট করাচ্ছেন", বললেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। আজ সকাল থেকেই গোটা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নানা প্রান্ত চষে ফেলেন সিপিএম প্রার্থী। যেখানেই অভিযোগ পেয়েছেন সেখানেই ছুটে গিয়েছেন তিনি। বালিগঞ্জের মিল্লি আল আমিন কলেজের ভোটকেন্দ্রে এসে অভিযোগ করে বলেন, "তৃণমূল রিগিং করছে। বহিরাগতদের ভোটার সাজিয়ে এনে ভোটদান করাচ্ছে। সার্বিকভাবে ভোট ভাল হলেও তৃণমূল ভয় পাচ্ছে হেরে যাওয়ার। তাই ব্যাপক পরিমাণে ছাপ্পা ভোট দিচ্ছে।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Ballygunge By Poll 2022