পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asansol Bye Election 2022 : জিতেন্দ্র তিওয়ারিকে আটকাল পুলিশ, ওসিকে পালটা ধমক বিজেপি নেতার - BJP Leader Jitendra Tiwari

By

Published : Apr 12, 2022, 1:46 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ভোটের হালহকিকৎ খতিয়ে দেখতে রাস্তায় বেরিয়ে আটকে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (BJP Leader Jitendra Tiwari) ৷ মঙ্গলবার ফরিদপুর থানার পুলিশ তিলাবনির জঙ্গলে আটকে দেন জিতেন্দ্র তিওয়ারিকে (Asansol-Durgapur Police Stop Jitendra Tiwari during Election at Durgapur) ৷ আজ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন (Asansol Bye Election 2022) চলছে ৷ সেই কারণে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতি খতিয়ে দেখার অনুমতি রয়েছে বলে দাবি করেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক ৷ তিনি পুলিশকে কাগজপত্রও দেখান ৷ অভিযোগ, ফরিদপুর থানার ওসি পলাশ মণ্ডলকে ধমকও দেন ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) তাহির আনোয়ার জানান, জিতেন্দ্র তিওয়ারি এই এলাকার ভোটার নন । সুতরাং তাঁকে যেতে দেওয়া হবে না । এই নিয়েই উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার তিলাবনী অঞ্চলে ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details