Anubrata on Bagtui CBI Probe : ‘সিবিআই যা করছে ঠিক করছে’, বগটুই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্তে খুশি অনুব্রত - Anubrata on Bagtui CBI Probe
সিট-এর হাত থেকে বগটুই গণহত্যার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে ৷ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই পক্ষপাতিত্ব করলে তাঁরা পথে নামবেন ৷ ঠিক উলটো সুর বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গলায় ৷ অনুব্রত মণ্ডল জানালেন, ‘সিবিআই যা করছে ঠিক করছে । আমি খুশি সিবিআই তদন্তে (Anubrata Mandal is happy with CBI probe in Bagtui Massacre) ।’
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Anubrata on Bagtui CBI Probe