পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

American giant tortoise rescue: বাঁকুড়ায় আমেরিকান রাক্ষুসে কচ্ছপ উদ্ধার - Red eared slider tortoise

By

Published : Mar 27, 2022, 6:54 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

বাঁকুড়ার শালতোড়া রেঞ্জের চাঁদবাক দামোদরের চর থেকে উদ্ধার হল এক বিরল প্রজাতির কচ্ছপ (Red eared slider tortoise) ৷ রবিবার সকালে দামোদরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে এই প্রজাতির কচ্ছপ। শালতোড়া বন দফতরের আধিকারিক ও কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে শালতোড়া রেঞ্জ অফিসে নিয়ে আসে। বিরল প্রজাতির এই কচ্ছপটি আলিপুর চিড়িয়াখানাতে পাঠানো হবে বলে জানিয়েছে বন দফতর। বন দফতর আরও জানায়, উদ্ধার হওয়া কচ্ছপটির নাম 'আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার' বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ প্রকৃতির জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে এই কচ্ছপ। শুধু বাস্তুতন্ত্র নয়, মানব জীবনেও নানা রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। এমন কচ্ছপ নজরে এলে বন দফতরকে জানানোর পরামর্শও দেওয়া হচ্ছে।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details