AMC Election 2022 : আসানসোলে 88 নং ওয়ার্ডের একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়া অভিযোগ - TMC Allegedly Expelling BJP Agents from Booths of Ward No 88 in Asansol
আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) 88 নং ওয়ার্ডের রানিগঞ্জ টিডিবি কলেজের বুথগুলিতে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এজেন্টদের বের করে দেয় বলে অভিযোগ (TMC Allegedly Expelling BJP Agents from Booths of Ward No 88 in Asansol) করেছেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুমতি মুখোপাধ্যায় ৷ ওই কলেজে আসানসোলে পৌরনিগমের 78, 79, 83, 83 ও 85নং বুথে এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী (TMC Allegedly Not Allowing BJP Agent to Sit in Raniganj TDB College) ৷ তিনি আরও অভিযোগ করেছেন, বিজেপির পোলিং এজেন্টদের পুলিশের সামনেই বের করে দেওয়া হয়েছে ৷ কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ যদিও 88 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নেহা সাউ সব অভিযোগ অস্বীকার করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
AMC Election 2022