AMC Election 2022 : তৃণমূলের পোলিং এজেন্ট পৌঁছানোর আগেই শুরু মকপোল ! - AMC Election 2022
আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) রানীগঞ্জে 33নং ওয়ার্ডের 8নং বুথে তৃণমূলের পোলিং এজেন্ট পৌঁছানোর আগেই মকপোল করানোর অভিযোগ উঠল ৷ যার জেরে ভোটগ্রহণ শুরু করতে বাধাও দেন তৃণমূলের পোলিং এজেন্ট ৷ অভিযোগ সেক্টর অফিসার এবং প্রিসাইডিং অফিসার তৃণমূল এজেন্ট পৌঁছানোর আগেই মকপোল শুরু করেন (Mockpole Start Before TMC Polling Agent Reach to Booth) ৷ ভোটগ্রহণ শুরু না হওয়ার খবর পেয়ে 8নং বুথে পৌঁছান নির্বাচনী পর্যবেক্ষক ৷ তিনি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন ৷ এই ঘটনায় প্রায় 15 মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল রানীগঞ্জের ওই বুথে ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
AMC Election 2022