Bengal Civic Polls 2022: শান্তিপুরে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, লাঠিচার্জ পুলিশের
জোর করে বুথের ভিতর ঢুকে বিরোধীদের বার করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে (Bengal Civic Polls 2022) ৷ পুলিশ বাধা দিলে হাতাহাতি হয় পুলিশের সঙ্গে ৷ বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয় পুলিশের। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে। সেইসঙ্গে কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনাটি শান্তিপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 127 নম্বর বুথের। বিরোধীদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। জানা যায়, দুপুর 3টে নাগাদ হঠাৎই একদল যুবক জোরপূর্বক বুথের ভিতর ঢুকে পড়ে। সিপিআইএম এবং বিজেপির এজেন্ট ও প্রার্থীদের বুথের ভিতর থেকে বের করে দেওয়া হয়। এরপরে চলছিল দেদার ছাপ্পা ভোট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এরপরেই লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST