Bengal Civic Polls 2022 : উত্তপ্ত কাঁথি, মন্ত্রী অখিল গিরির ছেলের উপর আক্রমণের অভিযোগ শুভেন্দুর দেহরক্ষীদের বিরুদ্ধে - BJP Leader Suvendu Adhikari
পৌর নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল কাঁথি ৷ 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির উপর আক্রমণের অভিযোগ (aleegetation of attack on TMC Candidate Suprakash Giri) উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (BJP Leader Suvendu Adhikari) নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ৷ সুপ্রকাশ রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে (Son of minister Akhil Giri) ৷ জানা গিয়েছে, এদিন কাঁথি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারী ভোট প্রচারে এলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । এই ঘটনাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত ৷ তৃণমূল প্রার্থীর সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন শুভেন্দু ৷ পরে অসুস্থ বোধ করায় সুপ্রকাশ গিরিকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ভোট প্রচারে বেরিয়ে হুমকির দেওয়ার অভিযোগে এদিনই শুভেন্দুর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ জানিয়েছেন 5,6, ও 10 নম্বর ওয়ার্ডের কিছু ভোটার ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST