Agnimitra Slams Anubrata : দুর্গাপুরে নির্বাচনী প্রচারে অনুব্রতকে কটাক্ষ অগ্নিমিত্রার - Agnimitra Slams Anubrata
দুর্গাপুরে নির্বাচনী প্রচারে অনুব্রতকে একহাত নিলেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Slams Anubrata) ৷ রবিবার স্থানীয় ফরিদপুর ব্লকের সরপি থেকে প্রচার করেন তিনি ৷ এই প্রচারে এসেই অনুব্রতকে কাটক্ষ করে অগ্নিমিত্রা পল বলেন, "ইসিজি, সিটিস্ক্যান হলে সোনার আংটি, সোনার গয়না খুলতে হয় কিন্তু ওঁর সিটিস্ক্যান হয় আংটি আর সোনার গয়না পরেই । উনি অসুস্থ মানুষ আর কি উত্তর দেব । ইডি ডাকলেই উনি চলে যান উডবার্ন ওয়ার্ডে ৷ ওঁকে বলুন ওড়িশার শ্রীঘর পরিষ্কার হচ্ছে ৷ খুব তাড়াতাড়ি সেখানে তাঁকে নিয়ে যাওয়া হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Agnimitra Slams Anubrata