পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Agnimitra Paul On Narendranath Chakraborty : বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে গৃহবন্দি করার দাবি অগ্নিমিত্রার - Agnimitra Paul Demands House Arrest MLA Narendranath Chakraborty

By

Published : Mar 29, 2022, 2:57 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

সোমবার রাত থেকেই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হুমকি ভিডিও ভাইরাল(Agnimitra Paul On Narendranath Chakraborty)। আর সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন " নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছি । আমরা অনুরোধ করব ভোটের দিন যাতে ওঁকে গৃহবন্দি করা হয়। কারণ উনি আসানসোলের শান্তিকে কলুষিত করছেন।"পাশাপাশি তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই এই সব কথাগুলো বলতে পারছেন। কারণ উনি জানেন তাঁর মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে।" মঙ্গলবার আসানসোলের মহিশিলা অঞ্চলে নিজের প্রচার করেন অগ্নিমিত্রা পল। প্রচারের ফাঁকেই তিনি বিধায়কের হুমকি প্রসঙ্গে সরব হন। অন্যদিকে গত কয়েকদিন ধরেই আসানসোলের বিভিন্ন অঞ্চলে নাকা চেকিংয়ের সময় নগদ টাকা উদ্ধার হচ্ছে তা নিয়ে অগ্নিমিত্রার কটাক্ষ " এসবই ইমেজ মেকওভার করার জন্য করছেন মুখ্যমন্ত্রী। উনি দেখাচ্ছেন ওঁর পুলিশ কত কাজ করছে। কত অস্ত্র উদ্ধার হচ্ছে, কত টাকা উদ্ধার হচ্ছে।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details