Bankura INTTUC Agitation : কেন্দ্রের ইপিএফ সুদের হার কমানোয় বাঁকুড়ায় আইএনটিটিইউসির প্রতিবাদ মিছিল - বাঁকুড়া আইএনটিটিইউসি
"শ্রমিক মেরে শ্রমিক প্রেম, বিজেপি সেম সেম", এই স্লোগান দিয়ে ইপিএফ সুদের হার 8.5 থেকে কমিয়ে 8.1 শতাংশ করায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বাঁকুড়া শহর তৃণমূলের শ্রমিক সংগঠন (Bankura INTTUC Agitation)। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রবিবার বাঁকুড়া শহর আইএনটিটিইউসির (Bankura Town INTTUC) সভাপতি শ্যামসুন্দর দত্তের নেতৃত্বে বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ তাদের হুমকি, কেন্দ্রীয় সরকার যদি শ্রমিকদের স্বার্থে এভাবে আঘাত করে তবে আরও বড় আন্দোলন হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST