পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

CMC Election 2022 : চন্দননগরের 5 ও 6 নম্বর ওয়ার্ডে অশান্তি - Agitation in Chandernagore Municipal Election 2022

By

Published : Feb 12, 2022, 4:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

চন্দননগরের 6 নম্বর ওয়ার্ডের বিন্দুবাসিনী পাড়ার 31 ও 32 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং নির্দল প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন । দু'পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় (Chandernagore Municipal Corporation Election 2022) । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি বিদিত রাজ বুন্দেস । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ । অন্যদিকে 5 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বুথে ইভিএমে কালি লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details