Road Block At Taki: টাকি রোড সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের - টাকি রোড সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
প্রশাসনের কাছে বহু বার জানিয়ে আশ্বাস পেলেও সংস্কার হয়নি রাস্তা (Road Block At Taki)। রাস্তা সংস্কারের দাবিতে একাধিক জায়গায় বাঁশ ফেলে, বেঞ্চ পেতে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। রবিবার বসিরহাটের দন্ডিরহাট, আমতলা ও পশ্চিম দন্ডিরহাটে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবরোধ করা হয় 2 নং রাজ্য সড়কও ৷ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ঘোজাডাঙ্গা সীমান্তের এই রাস্তায় । রাস্তা সংস্কার না হলে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা । পরে বসিরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Road Block At Taki