Theft in Raniganj : দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে সর্বস্বান্ত সুমিত - রানিগঞ্জের ব্যবসায়ী
দক্ষিণেশ্বরের মন্দিরের (Dakshineswar Temple) পুজো দিয়ে বাড়ি ফিরে এসে সর্বস্বান্ত রানিগঞ্জের ব্যবসায়ী। রানিগঞ্জের শিশুবাগান কোড়াপাড়া এলাকায় ব্যবসায়ীর বাড়িতে অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতবাক হয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ী সুমিত রায় বলেন "দক্ষিণেশ্বরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলাম ৷ বাড়ি ফিরে এসে দেখি বেশ কয়েকটি দরজার তালা ভাঙা, তার সঙ্গে আলমারিরও তালা ভাঙ্গা । প্রায় নগদ 2 লক্ষ টাকা, 6 থেকে 7 ভরি সোনার গহনা-সহ রুপোর থালা, বাটি, গ্লাস, চামচ আরও কিছু মূল্যবান কাগজপত্র ও ইলেকট্রন্কিস যন্ত্রাংশ কিচ্ছু নেই, সবই চুরি করেছে চোরে। এরপর রানিগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST