Adhir Chowdhury : ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ কী ? পার্লামেন্টে প্রশ্ন তুলবেন অধীর - ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ কী ?
ডাক্তারি পড়ায় ছেদ টেনে যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেন থেকে ফিরেছেন তাঁদের ভবিষ্যৎ কী ? ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলবেন লোকসভার সাংসদ অধীররঞ্জন চৌধুরী ৷ পাশাপাশি ইউক্রেনে এখন কত ভারতীয় আটকে রয়েছেন, কেন্দ্রের কাছে তার পরিসংখ্যান দাবি করেছেন বহরমপুরের সাংসদ । অধীর চৌধুরী বলেন, "কতজন ভারতীয় ইউক্রেনে ছিলেন এবং তাঁদের মধ্যে কতজন ফিরে এসেছেন, সেই পরিসংখ্যান সরকারের কাছে নেই । শুধু ডাক্তারি পড়ুয়া নয়, ইউক্রেনে বহু ভারতীয় রয়েছেন যাঁরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত । সরকার তার কোনও পরিসংখ্যান দিতে পারেনি ।" একইসঙ্গে তিনি বলেন, যারা পড়াশোনার মাঝপথে ফিরে এসেছেন তাঁদের ভবিষ্যৎ কী ? ফের কবে কলেজ খুলবে কেউ জানে না । ভারত সরকার তাদের জন্য কী ভাবছে ? পার্লামেন্টে এই বিষয়ে প্রশ্ন আমি তুলব (Adhir Chowdhury on future of ukraine return students)।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST