Acid Attack on Businessman : বচসার জেরে অ্যাসিড হামলা ব্যবসায়ীকে, গ্রেফতার দুই - Acid Attack on Businessman
অ্যাসিড হামলায় আহত এক ব্যবসায়ী (Acid Attack on Businessman) । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার রেল কলোনিতে। সূত্রের খবর, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই ঘটনার সূত্রপাত। অ্যাসিড আক্রান্ত ব্যক্তির নাম তাপস সিংহরায় ৷ তিনি মুদি ব্যবসায়ী ৷ তাপসবাবু তাঁর পাওনা টাকা চাইতে হারাধন বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়িতে যান। সেখানে দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ এরপর তাপস সিংহরায়ের বাড়িতে হারাধনবাবুর ছেলে সুমন বিশ্বাস এবং জামাই সোমনাথ সিংহ রায় প্রথমে হাতুড়ি নিয়ে চড়াও হয় ৷ পরে, জামাই সোমনাথ স্থানীয় সোনার দোকানে কর্মরত হওয়ায় বাড়িতে থাকা অ্যাসিড ছুড়ে মারেন তাপস সিংহরায়ের উপর। এরপর তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এসে আহত তাপসবাবুকে প্রথমে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্ত জামাই এবং ছেলেকে গ্রেফতার করেছে।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Acid Attack on Businessman