Abir in Purulia : গুপ্তধনের সন্ধানে এবার পুরুলিয়ায় সোনাদা-আবির, পুরোদমে চলছে শ্যুটিং - Abir in Purulia
খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে পর্দায় ফিরতে চলেছেন সোনাদা । অর্থাৎ আরও একবার পর্দায় জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তী ৷ ছবির নাম "কর্ণসুবর্ণের গুপ্তধন"। আর সেই ছবির শ্যুটিংয়ের জন্যই আপাতত পুরুলিয়া পরিচালক ধ্রুব বন্দোপাধ্য়ায় এবং তাঁর পুরো টিম ৷ পুরুলিয়ার বেলকুরি বাগানের অপরূপ সৌন্দর্য মন কেড়েছে পরিচালকের । তিনি জানালেন, পুরুলিয়া এই সময় পলাশ ফুলের রঙে যে ভাবে সেজে উঠেছে তাতে রোদ যেন গায়ে লাগছে না । পুরুলিয়ার রূপে তিনি মুগ্ধ । একেবারে চুপিচুপি শ্যুটিং সেরে ফেলারই ইচ্ছা ছিল সোনাদাদের কিন্তু শেষমেশ ধরা পড়েই গেলেন ইটিভি ভারতের কাছে । 27 মার্চ থেকে শুরু হয়েছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ছবির শু্যটিং (Karna Subarner Guptodhon Shooting in Purlia)। ছবিটি পর্দায় আসবে 30 সেপ্টেম্বর ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Abir in Purulia